এম এ আকমল হোসেন আজাদ
সিনিয়র সচিব
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
এম এ আকমল হোসেন আজাদ ২১ নভেম্বর, ২০২৪ খ্রি. তারিখে সিনিয়র সচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। এ মন্ত্রণালয়ে যোগদান করার পূর্বে তিনি ২১ আগস্ট, ২০২৪ খ্রি. তারিখে সিনিয়র সচিব হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বও পালন করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের এ কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সরকারের জাতীয় ও নীতি নির্ধারণী বিভিন্নস্তরে প্রণিধানযোগ্য ভূমিকা রেখেছেন।
এম এ আকমল হোসেন আজাদ ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে সামাজিক নীতি উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ম্যানেজিং অ্যাট দ্য টপ-২ প্রোগ্রাম-এর আওতায় সিঙ্গাপুর সিভিল সার্ভিস কলেজ হতে ‘জনপ্রশাসন’বিষয়ে এবং কানাডার ল’কমিশন হতে ‘লেজিসলেটিভ ড্রাফটিং বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন। ‘কলম্বো প্ল্যান’ স্কলারশীপের আওতায় ভারতের নয়াদিল্লি এবং ব্যাঙ্গালোর হতে স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনা তথা চাহিদা ব্যবস্থাপনা, তদারকি, মূল্যায়ন ও তথ্য সৃজন কৌশল-এর উপর প্রশিক্ষণ গ্রহণান্তে শ্রেষ্ঠ প্রশিক্ষকের কৃতিত্ব অর্জন করেন। কর্মক্ষেত্রে তিনি সিঙ্গাপুর, যুক্তরাজ্য, কানাডা, ভারত, চীন, ফিলিপাইন, হংকং, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন। তাঁর সহধর্মিণী সুলতানা মুনীরা জাহান ঢাকার একটি কলেজে দর্শনশাস্ত্রে অধ্যাপনা করেছেন। তাঁদের একমাত্র সন্তান ডা. অরণি মুস্তাবীন আজাদ অস্ট্রেলিয়ার নিউক্যাসলে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন