Wellcome to National Portal
মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২২

মহাপরিচালক মহোদয়ের জীবন বৃত্তান্ত

খঃ মাহবুবুল হক

মহাপরিচালক

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

 

          খঃ মাহবুবুল হক ৩০ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক পদের দায়িত্বভার গ্রহণ করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব হক টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুরস্থ ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৯ সালে মাধ্যমিক এবং গোপালপুর কলেজ হতে ১৯৮১ সালে উচ্চ মাধ্যামিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে মৎস্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শহীদ শামসুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন।

 

খঃ মাহবুবুল হক ৯ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে বিসিএস (মৎস্য) ক্যাডারে যোগদান করেন। তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২” এবং “সাসটেইনেবল  কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ” প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

 

তিনি দেশে এবং যুক্তরাজ্য, ডেনমার্ক, থাইল্যান্ড ও শ্রীলংকায় মৎস্য, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জনাব হক অধিদপ্তরের প্রশিক্ষণ ব্যবস্থাপনা, মডিউল প্রণয়নে বিভাগীয় প্রশিক্ষক হিসেবে উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

 

ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।