Wellcome to National Portal
মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২৪

গোপনীয়তার নীতিমালা

গোপনীয়তার নীতিমালা

সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে থাকবে এবং সকল পোর্টালের জন্য একইরূপ হবে। বর্তমানে গোপনীয়তার নীতিমালা নিম্নরূপভাবে দেওয়া হলো: 

বাংলাদেশ সরকার এবং মৎস্য অধিদপ্তর আপনার ব্যক্তিগত তথ্যাবলীর গোপনীয়তা বজায় রাখবে। আপনি আপনার ব্যক্তিগত কোন তথ্যাবলী প্রদান না করেও এই ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। যদি আপনি আপনার সম্পর্কে কোন তথ্য দিতে ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে আমরা সে তথ্যাবলী সংরক্ষণ করব। আমরা সেক্ষেত্রে অন্যান্য সরকারি অফিস এবং সংস্থার সাথে এসব তথ্যাবলী বিনিময় করতে পারি। যেসব তথ্যাবলী সংগ্রহ করা হবে তা শুধু দাপ্তরিক উদ্দেশ্যে, আভ্যন্তরীণ পর্যালোচনা, ওয়েবসাইটের কনটেন্টের মানোন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে আপনার তথ্যাবলী ব্যবহার করা হবে না। কোন ধরনের আইনী প্রয়োজন যেমন-সার্চ ওয়ারেন্ট কিংবা কোর্ট অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে।

আপনি যখন ওয়েবসাইটের মাধ্যমে কোন জরিপে অংশগ্রহণ করেন অথবা কোন বিষয়ে মতামত প্রদান অথবা যোগাযোগের ক্ষেত্রে কোন তথ্য প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যাবলী সংগ্রহ করা সম্ভব হবে। আপনার প্রশ্নের সঠিক উত্তর প্রদানের জন্য আপনার তথ্যগুলো অন্যান্য সরকারি এজেন্সী অথবা ব্যক্তির নিকট তা প্রেরণ করা হতে পারে ।

ওয়েবসাইট ব্যবহারকারীগণকে ই-মেইল অথবা ফরম পূরণে যেসব তথ্য বিনিময় করে থাকেন তাদেরকে গোপনীয় তথ্য যেমন-নিরাপত্তা, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নং যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে তা না প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। মৎস্য অধিদপ্তর এক্ষেত্রে এ ধরনের তথ্যের অপব্যবহার বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।

এই ওয়েবসাইটটিতে সরকারের অন্যান্য এজেন্সী বা সংগঠনের সাথে লিংক প্রদান করা হয়েছে। আপনি যখন এই সাইট ব্যতীত অন্য সাইট ব্যবহার করছেন সেক্ষেত্রে নতুন সাইটের গোপনীয়তার নীতিমালা প্রযোজ্য হবে।

কোন প্রকার নোটিশ ব্যতীত মৎস্য অধিদপ্তর যেকোন সময় এই নীতিমালা সংশোধন করতে পারে। অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীগণকে নোটিশের মাধ্যমে জানাতে পারে। যেকোন তথ্যাদি যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল তা এসব শর্তাবলী মেনে চলবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোন তথ্যাদি সংগ্রহ করা হয় তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।

 

আরো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ, মৎস্য ভবন,রমনা,ঢাকা

Phone: ০২-২২৩৩৮২৮৬১ Email: dg@fisheries.gov.bd

 

যোগাযোগ

যোগাযোগের ঠিকানাঃ

ড. মোঃ আবদুর রউফ
 মহাপরিচালক (চলতি দায়িত্ব)
কক্ষ  নম্বর: 101
 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ  ০২-২২৩৩৮২৮৬১
ফ্যাক্সঃ
ই-মেইলঃ  dg@fisheries.gov.bd

 

মোঃ জিয়া হায়দার চৌধুরী

অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
কক্ষ নম্বর: ১১৩
 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ 02-47110410
ফ্যাক্সঃ

ই-মেইলঃ adg@fisheries.gov.bd


মাসুদা খানম

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা ও জরিপ)
কক্ষ নম্বর: ১০৯,

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

ফোনঃ 02-223381355

ফ্যাক্সঃ
ই-মেইলঃ psofrss@fisheries.gov.bd

 

 

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ)

কক্ষ নম্বর:, 603

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

ফোনঃ ০২-২২৩৩৮৮০১১
ফ্যাক্সঃ
ই-মেইলঃ  psofiqc@fisheries.gov.bd

মোঃ জিয়া হায়দার চৌধুরী

পরিচালক (অভ্যন্তরীন মৎস্য)

কক্ষ নম্বর:, 503

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

ফোনঃ ০১৭১২১৭১৭০৮
ফ্যাক্সঃ
ই-মেইলঃ  directorinland@fisheries.gov.bd

এস, এম, রেজাউল করিম
পরিচালক (প্রশাসন)

কক্ষ নম্বর: ৪১৯

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ ০২-২২৩৩৮৯৩৫৫
ফ্যাক্সঃ
ই-মেইলঃ  ddadmin@fisheries.gov.bd

এস, এম, রেজাউল করিম
উপপরিচালক (প্রশাসন)

কক্ষ নম্বর: ৪১৯

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ ০২-২২৩৩৮৯৩৫৫
ফ্যাক্সঃ
ই-মেইলঃ  ddadmin@fisheries.gov.bd

মোঃ সাহেদ আলী
 উপপরিচালক ( অর্থ ও পরিকল্পনা শাখা)
ভবন নম্বর: , কক্ষ নম্বর: 317
 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

কক্ষ নম্বর: ৩১৭

ফোনঃ ০২-২২৩৩৮৬৯৮৮

ফ্যাক্সঃ
ই-মেইলঃ  ddfinance@fisheries.gov.bd

 

উপপরিচালক (  মৎস্যচাষ )
কক্ষ নম্বর: 303
 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ
ফ্যাক্সঃ
ই-মেইলঃ  ddaqua@fisheries.gov.bd

 


 উপপরিচালক (  ফিল্ড সার্ভিস  )
কক্ষ নম্বর: 613
 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ
ফ্যাক্সঃ
ই-মেইলঃ   ddfieldservice@fisheries.gov.bd

 


 উপপরিচালক (  চিংড়ি  )
কক্ষ নম্বর:
 মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
ফোনঃ
ফ্যাক্সঃ
ই-মেইলঃ    ddshrimp@fisheries.gov.bd

 

 

 

 

 

 

 

আরও যোগাযোগের জন্যঃ

 

 

 

 

 

 

ব্যবহারের শর্তাবলী

প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগকে আলাদা করে দিতে হবে। নমুনা নিচে দেওয়া হল:

আমাদের ওয়েবপোর্টাল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের ওয়েবপোর্টাল সরকারের সেবা প্রদান সংক্রান্ত হালনাগাদ তথ্য সরবরাহের একটি উদ্যোগ।  এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্তাবলি মেনে চলতে হবে, যা আপনি এই সাইটে প্রবেশ করা মাত্রই প্রযোজ্য।

 

শর্তাবলি:

১. মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ ওয়েবসাইটের সাথে লিংককৃত অন্যান্য সাইটের কোন তথ্যের জন্য কোন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।

২. এই ওয়েবসাইটের তথ্য এবং লিংককৃত ওয়েবসাইটের তথ্য ব্যবহার করার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ক্ষতির সম্মুখীন হলে তার জন্য কোন দায়দায়িত্ব এবিভাগ গ্রহণ করবে না ।

৩. এই ওয়েবসাইটের কর্মকাণ্ডের কোন ধরনের অবিচ্ছিন্নতার জন্য নিশ্চয়তা প্রদান করবে না ।

 

কপিরাইট:

এই ওয়েবসাইটের যেসকল কনটেন্ট, তথ্যাদি এবং ট্রেডমার্কস প্রদর্শিত হচ্ছে কিংবা এই ওয়েবসাইটের সাথে লিংককৃত অন্যান্য ওয়েবসাইটের সমস্ত তথ্যাদির কপিরাইট তাদের নিজস্ব এবং তা কপিরাইট আইন (সংশোধিত ২০০৫ সালে) এর মাধ্যমে সংরক্ষিত।

 

তথ্যের কাজ এবং প্রিন্ট:

এই ওয়েবসাইটের সকল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রদর্শিত সকল তথ্যের কোন রকম পরিমার্জন, সংযুক্তিকরণ এবং  সংশোধন করে প্রিন্ট করতে পারবেন। কিন্তু এই পোর্টালে প্রকাশিত কোন তথ্য যা বাংলাদেশ সরকারের নয় এবং যাতে অন্য কোনো সংস্থার কপিরাইট রয়েছে সেক্ষেত্রে সেসংস্থার অনুমতি গ্রহণ করতে হবে।

 

অন্যান্য ওয়েবসাইটের সঙ্গে সংযোগ:

এই ওয়েবসাইটের সঙ্গে অন্যান্য ওয়েবসাইটের সংযোগ রয়েছে যা এবিভাগে কর্তৃক পরিচালিত নয় কিংবা এর নিয়ন্ত্রণাধীন নয়। আমরা এই ধরনের সংযোগকৃত ওয়েবসাইটের কনটেন্ট এবং তা সবসময় কার্যকর রাখার জন্য দায়বদ্ধ নই।

 

প্রবেশাধিকার:

কোন বিশেষ ব্যক্তি অথবা ইন্টারনেট থেকে ব্রাউজকৃত কোন বিশেষ ঠিকানাকে কোন প্রকার কারণ দর্শানো ব্যতীত এ ওয়েবসাইটে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

 

নীতিমালা সংযোজন এবং পরিবর্তনের নোটিশ:

কোন প্রকার নোটিশ ব্যতীত যে কোন সময় এই নীতিমালা সংশোধন করা হতে পারে। যেকোন তথ্য যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে তা এসব শর্তাবলি মেনে চলবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোন তথ্য সংগ্রহ করা হয় তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার অনুসরণে পালনীয় হবে।

 

গর্ভনিং এবং বিচার ব্যবস্থা:

এইসব শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত। কোন ধরনের আপত্তি বাংলাদেশের বিচার ব্যবস্থার মাধ্যমে মীমাংসিত হবে।

 

 

সচরাচর জিজ্ঞাসা


প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগকে আলাদা করে দিতে হবে। নমুনা নিচে দেওয়া হল:

  • এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?
  • এ ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?
  • এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারি ফরমগুলো পাবো?
  • সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?
  • এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?

একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের হালনাগাদ তথ্য প্রদান করার লক্ষ্যে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই বাংলাদেশ সরকার সেবা প্রদানের সকল তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে।

এ ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?

বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রি, উপ-মন্ত্রিগণের দপ্তর। ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দের দপ্তর বন্টনসহ নামের তালিকা, সকল মন্ত্রণালয়/বিভাগের নামের তালিকাসহ ওয়েব লিংক, সকল মন্ত্রণালয় বিভাগের সচিবগণের নামের তালিকাসহ যোগাযোগ নম্বর, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র, ১৯৭৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা এবং স্থির চিত্র, সকল বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসক/ইউএনও-এর নামের তালিকা এবং কার্যালয়ের ওয়েব লিংক, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য, কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য, তথ্য অধিকার সংক্রান্ত সকল তথ্য, শুদ্ধাচার সংক্রান্ত সকল তথ্য, উদ্ভাবনী কার্যক্রম সংক্রান্ত সকল তথ্য, সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত সকল তথ্য,  বাজেট ও প্রকল্প সংক্রান্ত সকল তথ্য, স্বাধীনতা পুরস্কার প্রদান সংক্রান্ত সকল তথ্য, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য, সিআরভিএস সংক্রান্ত সকল তথ্য, এসডিজি সংক্রান্ত সকল তথ্য, স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়া আরও যে সকল তথ্য পাওয়া যাবে- জনপ্রিয় সেবাসমূহের তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট।

এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারি ফরমগুলো পাবো?

হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ‘ফরম’ নামের সেবাবক্স-এর লিংকে পাওয়া যাবে।

সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো? সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে হোম পেইজ-এর ‘নোটিশ বোর্ড’, বিভিন্ন সেবাবক্স-এর প্রজ্ঞাপন/পরিপত্র/অফিস আদেশ লিংকে পাওয়া যাবে।

আরও যোগাযোগ করুন