Wellcome to National Portal
মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২৪

প্রকল্প সম্পর্কে ও জনবল

.০

প্রকল্পের শিরোনাম

:

বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)

(Increasing Fish Production and Capacity Building through Infrastucture Development of Existing Govt. Fish Farm Project) (1st phase)

.১

উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ

 

:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

.২

বাস্তবায়নকারী সংস্থা

 

:

মৎস্য অধিদপ্তর 

.৩

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ

 

:

কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ

 

.০

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা (সুবিধাভোগীসহ)

 

:

বিদ্যমান সরকারি মৎস্য খামার আধুনিকীকরণসহ উন্নত প্রযুক্তি সম্প্রসারণ ও উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন মৎস্যসম্পদ সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে মৎস্য খামারসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।

 

সুনির্দিষ্ট উদ্দেশ্যঃ

  • সরকারি মৎস্য খামার আধুনিকীকরণ এবং প্রকল্প এলাকার মাছের উৎপাদন ৩০% বৃদ্ধি;
  • প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে খামারে উন্নত মৎস্য প্রযুক্তি স্থাপন;
  • উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন প্রজননক্ষম মাছ সংরক্ষণ; এবং
  • মৎস্য খামারে নিয়োজিত জনবলের কারিগরি সক্ষমতা বৃদ্ধিকল্পে দক্ষতা উন্নয়ন।

লক্ষ্যমাত্রা

  • মৎস্য অধিদপ্তরের বিদ্যমান ৩১ টি খামার সংস্কার ও ৩১টি খামারের প্রতিটি খামারের ০১ (একটি) পুকুর নিবিড় চাষের (Intensive Culture) নিমিত্ত IoT based যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিকায়ন;
  • প্রদর্শনী খামারসমূহের মাছের উৎপাদনশীলতা হেক্টর প্রতি ৭.৫ মে. টন হতে ৪৭ মে. টন বৃদ্ধি (বটম লাইনারযুক্ত পুকুর) এবং প্রকল্প এলাকায় মাছের উৎপাদন ৩০% বৃদ্ধি;
  • ২৭ টি খামারে প্রশিক্ষণ সুবিধাদিসহ অফিস ভবন ও ২৯ টি লেবার-শেড নির্মাণ;
  • ০২টি খামারে উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন মৎস্যসম্পদ সংরক্ষণ ও ক্রায়োপ্রিজারভেশন সুবিধাদি স্থাপন এবং ২০টি খামারে ক্রায়োপ্রিজারভেশন এর মাধ্যমে পোনা উৎপাদন এবং হ্যাচারির রেণু ও পোনা উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুন করা;
  • ৩১টি খামারে সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৬.৪ মেগাওয়াট নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ; এবং
  • ২৫৪০ জন মৎস্য খামার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, উদ্যোক্তা এবং বেসরকারি হ্যাচারি সংশ্লিষ্ট জনবলকে IoT based নিবিড় মৎস্য চাষ ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ।

সুবিধাভোগী

প্রকল্পের প্রত্যক্ষ সুবিধাভোগী (মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, মৎস্যচাষি, উদ্যোক্তা ইত্যাদিসহ) মোট ৩৯২০ (সুফলভোগী: ৩৪৬০ জন এবং কর্মকর্তা ও কর্মচারী: ৪৬0 জন) জন যারা উন্নত ও আধুনিক মৎস্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিকতর দক্ষতার সাথে দেশে নিরাপদ মৎস্য উৎপাদন ব্যবস্থা টেকসই করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

.০

প্রকল্পের বাস্তবায়নকাল

:

 

 

)

শুরুর তারিখ

:

জুলাই ২০২৪

 

)

সমাপ্তির তারিখ

:

জুন ২০২৮

 

.১

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়

 

(লক্ষ টাকায়)

:

 

 

(ক) মোট

:

37132.10

 

(খ) জিওবি (জেডিসিএফ/ডিআরজিএ-সিএফ কিংবা অন্য কোন Debt cancellation)

:

37132.10