Wellcome to National Portal
মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২৫

প্রকল্প পরিচিতি

কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প

মন্ত্রণালয়

:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বাস্তবায়নকারী সংস্থা

:

মৎস্য অধিদপ্তর

প্রকল্পের নাম

:

কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প (১ম সংশোধিত)

প্রকল্পের ধরন

:

কারিগরি সহায়তা প্রকল্প

প্রকল্পের উদ্দেশ্য

:

  • জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মৎস্য সেক্টরের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ক্ষমতা বৃ্দ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারনে সৃষ্ট প্রধান বাধাসমূহ দূরীকরণে মৎস্য নীতি এবং কৌশলসমূহ হালনাগাদকরণ;
  • স্থানীয় মৎস্যজীবী এবং মৎস্যচাষি কমিউনিটিগুলোর বিপদাপন্নতা হ্রাসকরণে অভিযোজন ক্ষমতা বৃদ্ধিকরণ, অঞ্চলভিত্তিক যথাযথ জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও মৎস্য ব্যবস্থাপনার প্রযুক্তি ও এপ্রোচ উদ্ভাবন এবং লক্ষিত জনগোষ্ঠির কাছে হস্তান্তর;
  • অভিযোজন প্রযুক্তি গ্রহণ এবং প্রসার।

প্রকল্পের উল্লেখযোগ্য কম্পোনেন্ট

:

  1. জলবায়ু সহনশীল মৎস্যখাত উন্নয়নে জাতীয় সক্ষমতা বৃদ্ধি
  2. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবাপন্ন মৎস্যচাষি কমিউনিটি এর জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি
  3. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু সহনশীল মৎস্যচাষ ব্যবস্থাপনা এবং বিকল্প কর্মসংস্থানের জন্য অভিযোজন ক্ষমতা বৃদ্ধি
  4. সর্বোত্তম অনুশীলনসমুহ প্রচার

প্রকল্পের প্রত্যাশিত আউটপুট

:

  • মৎস্যখাত  ও মৎস্যচাষে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বিপদাপন্নতা নিরুপণ
  • ক্র্যাব হ্যাচারি ম্যানেজমেন্ট বিষয়ে প্রতিবেশী দেশে 02 জন DoF এবং 02 জন BFRI অফিসারদের প্রশিক্ষণ প্রদান
  • 20 জন DoF এবং জিওবি কর্মকর্তাদের প্রতিবেশী দেশগুলিতে জলবায়ু সহনশীলতার উপর প্রশিক্ষণ প্রদান
  • 100 জন অফিসারের (DoF, BFRI এবং অন্যান্য GoB কর্মী) দেশে প্রশিক্ষণ প্রদান
  • ০1 জন সরকারি কর্মকর্তার নেতৃত্বে ০9 জন অগ্রসর কমিউনিটি নেতাদের বৈদেশিক প্রশিক্ষণ প্রদান
  • জলবায়ু সহনশীল অভিযোজন বিষয়ে 14 জন বেসরকারি উদ্যোক্তাদের দেশে প্রশিক্ষণ প্রদান
  • 70টি কমিউনিটি কর্তৃক 15টি লোকাল ডেভেলপমেন্ট প্ল্যান (DRM এবং EWS বিবেচনাসহ)  গ্রহণ
  • ৯ টি উপজেলায় মৎস্যখাত  ও মৎস্যচাষে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বিপদাপন্নতা রিপোর্ট প্রণয়ন
  • জলবায়ু পরিবর্তনশীলতা এবং জলবায়ু পরিবর্তন ঝুঁকির উপর 5880 জনকে (40% নারী) প্রশিক্ষণ প্রদান
  • EWS এবং DRM এর উন্নয়নে পাইলটিং কার্যক্রম গ্রহন
  • SW অঞ্চলের বিভিন্ন বিদ্যমান সরকারি এবং প্রাইভেট গলদা হ্যাচারিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান
  • ০১টি মানসম্পন্ন মাছ/চিংড়ি পোনার বাজার স্থাপন
  • 2৭টি মৎস্যচাষি স্কুল প্রতিষ্ঠাকরণ
  • পানির গুণগতমান পর্যবেক্ষণ এবং অন্যদের পরিষেবার জন্য ১০০টি সিবিওতে এনভায়রনমেন্টাল মনিটরিং সরঞ্জাম এবং মৎস্যখাদ্য ও পোনা সরবরাহ করা
  • ০9টি উপজেলার মৎস্য আবাসস্থল মানচিত্র প্রনয়ণ

প্রকল্প এলাকা

:

3 বিভাগ (খুলনা, চট্টগ্রাম, সিলেট), ৬ জেলা (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়ীয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার), ৯ উপজেলা (বাগেরহাট সদর, কচুয়া, ডুমুরিয়া, দাকোপ, শ্যামনগর, জগন্নাথপুর, জুড়ী, শান্তিগঞ্জ, নাসিরনগর)

প্রকল্পের মেয়াদ

:

জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২৪

প্রাক্কলিত ব্যয়

:

৫৮৫২.৯৪ লক্ষ টাকা

জুন ২০২৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

ক) আর্থিকঃ ৪৯০৯.৫৩ লক্ষ টাকা (৮৩.৮৮%)
খ) ভৌতঃ ৮৮%

প্রযোজ্য ক্ষেত্রে উন্নয়ন সহযোগির নাম

:

ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্যা ইউনাইটেড ন্যাশনস (এফএও), বাংলাদেশ

প্রকল্প পরিচালক

:

মোঃ সামছু উদ্দিন

প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

shamsuddin.nstu@gmail.com