মোঃ জিল্লুর রহমান, মহাপরিচালক
মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
জনাব মোঃ জিল্লুর রহমান ২০ আগস্ট ২০২৪ খ্রি. মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ-এর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি অত্র অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ জিল্লুর রহমান বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (মৎস্য) ক্যাডারে থানা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক, পরিচালক (সামুদ্রিক) এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে সফলতা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ জিল্লুর রহমান ১৯৬৫ সালের ২০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জনক।
তিনি উল্লাপাড়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি, সিরাজগঞ্জ সরকারী কলেজ হতে ১৯৮৩ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হতে ১৯৮৭ সালে বিএসসি ফিশারিজ (সম্মান) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি একই অনুষদ হতে ১৯৯০ সালে এমএস ডিগ্রি অর্জন করেন।
তিনি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা সফর ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মালয়েশিয়া ও জার্মানিতে ভ্রমণ করেন এবং বিভিন্ন কনফারেন্স ও ওয়ার্কশপে দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর সদস্য এবং বিসিএস (মৎস্য) ক্যাডার এসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য।